কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহামারিতে ব্যাংকের ‘চমক’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ আগস্ট ২০২১, ১৭:১৯

মহামারি করোনাভাইরাসের প্রকোপে অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও চমক দেখাচ্ছে দেশের ব্যাংক খাত। মহামারির মধ্যে বিনিয়োগে স্থবিরতা নেমে এলেও ব্যাংকে মুনাফা তরতর করে বাড়ছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক চিত্র পর্যালোচনা করে এমনই তথ্য পাওয়া গেছে। করোনা মহামারির মধ্যে খরচ কমানো এবং বিতরণ করা ঋণ আদায়ে জোর দেয়ায় মুনাফা বাড়ছে বলে দাবি করেছেন ব্যাংক সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রভিশনে ছাড় দেয়া ব্যাংকের মুনাফা বাড়াতে বড় ভূমিকা রেখেছে বলেও জানিয়েছেন তারা।


মহামারির মধ্যে ব্যাংকগুলোর এ মুনাফা বৃদ্ধির চিত্র নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মহামারির মধ্যে ব্যাংকগুলো মুনাফার যে প্রবৃদ্ধি দেখাচ্ছে, তা যুক্তিসঙ্গত নয়। এখানে কিছু কারসাজি আছে। কিছু মুনাফা দেখানো হচ্ছে, যা শুধু কাগজে, বাস্তবে এই মুনাফা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও