![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/08/04/200009dr-zafrullah.jpg)
‘এক দিনের বিরতিতে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত অর্বাচীনমূলক’
‘এক দিনের বিরতিতে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল অর্বাচীনমূলক। গনপরিবহন চালু না করে গার্মেন্টস এক দিনের ব্যবধানে চালুর সিদ্ধান্তে মানুষ বিরাট দুর্ভোগে পড়ে।’
আজ বুধবার ডা. জাফুরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সমাজের সভায় এ মন্তব্য করা হয়।