![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Aug/04/1628065752273.jpg&width=600&height=315&top=271)
কথিত মডেলদের ব্ল্যাকমেইলের শিকার কারা, অভিযোগ কাদের?
গত কয়েকদিনে কয়েকজন মডেল ও অভিনেত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে বহুল আলোচিত দুই মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ। এই তালিকা আরও বড় হতে পারে বলে আইন-শৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে।
এসব মডেল-অভিনেত্রীর বাসা থেকে মদ, ইয়াবা, সিসাসহ নানা সামগ্রী জব্দ করা হয়। জানা গেছে, তারা ধনাঢ্য পরিবারের সন্তানদের সঙ্গে লেট নাইট পার্টি করেন। এবং পরে তাদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেন। কথিত এসব মডেল ও অভিনেত্রী রাতে পার্টির আয়োজন করায় আইন-শৃঙ্খলা বাহিনী তাদের রাতের রানী বলে মন্তব্য করছে। এবং তাদের একটি গ্রুপ রয়েছে বলে ধারণা করছে। এই গ্রুপের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে এসব পার্টির আয়োজন করেন।