ভিডিও স্টোরি: ক্ষমা চেয়ে ইউটিউব থেকে ভিডিও সরিয়ে নিলেন ডা. জাহাঙ্গীর
যমুনা টিভি
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২১, ১১:৩৭
কিটো ডায়েটের জন্য আলোচিত ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে এবার ভুয়া সনদ দিয়ে ব্যবসা করার অভিযোগ তুলেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। সংগঠনের অভিযোগ, ডা. জাহাঙ্গীর তার পরিচয়ে যেসব বিদেশি ডিগ্রির উল্লেখ করেছেন সেগুলো বিএমডিসি অনুমোদিত নয়। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানায় বিএমডিসি। নিজ ফেসবুক পেজে ডা. জাহাঙ্গীর জানিয়েছেন, বিতর্ক তৈরি হওয়ায় ভ্যাকসিন সংক্রান্ত ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে। বলেছেন, তার কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত।