![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F863cad17-27c6-4a80-bea2-8ae64f543a73%252FUntitled_2.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
সবচেয়ে বেশি মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ এখন ১২তম
করোনাভাইরাসের সংক্রমণে দেশে আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। টানা ১০ দিন ধরে প্রতিদিন দুই শতাধিক মৃত্যু দেখছে বাংলাদেশ। এ সময় গড়ে প্রতিদিন ১৪ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে সংক্রমণের ১৬ মাসে কখনো এমন চিত্র দেখা যায়নি। নতুন রোগী বাড়তে থাকায় আগামী সপ্তাহখানেক পর থেকে দৈনিক মৃত্যু আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।
এখন বিশ্বের যেসব দেশে করোনায় মৃত্যু বেশি হচ্ছে তার একটি বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সর্বশেষ এক সপ্তাহে (২ আগস্ট পর্যন্ত হালনাগাদ) সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১২তম। সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় প্রথম ইন্দোনেশিয়া, দ্বিতীয় ব্রাজিল, তৃতীয় রাশিয়া, চতুর্থ স্থানটি ভারতের। বাংলাদেশের আরেক প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ষষ্ঠ। আর মোট মৃত্যুর দিক থেকে বাংলাদেশ ২৯তম। মোট মৃত্যুতে প্রথম যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ব্রাজিল আর তৃতীয় ভারত।