ওমান উপসাগরে জাহাজ হাইজ্যাকের সম্ভাবনা
ওমান উপসাগরে তেলবোঝাই জাহাজ বা ট্যাঙ্কার হাইজ্যাক হয়েছে বলে অনুমান করা হয়েছে। যুক্তরাজ্য এবং অ্যামেরিকা দুই দেশই ঘটনার সত্যতা স্বীকার করেছে। অভিযোগ, ট্যাঙ্কার হাইজ্যাক করে তা ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইরান অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। প্রথমে মনে করা হয়েছিল একটি ট্যাঙ্কার অপহরণ করা হয়েছে। পানামার ফ্ল্যাগ লাগানো ওই জাহাজ সংস্থাটি জানায়, জাহাজের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়েছে। এর কিছুক্ষণের মধ্যে একাধিক জাহাজ সংস্থা জানাতে থাকে তাদেরও নিজেদের ট্যাঙ্কারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। প্রতিটি জাহাজই ওই সময় ওমান উপসাগরে কাছাকাছি জায়গায় ছিল। সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ছয়টি ট্যাঙ্কারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।