![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/08/04/100441Untitled-1.jpg)
'অসময়ের তরমুজ' পুকুরে!
পুকুর ভরা টলটলে জল। তার ওপরে বাঁশের মাচা। দূর থেকে মনে দেখলে হবে মাচায় লাউ-কুমড়া ঝুলছে। কিন্তু কাছে গিয়ে দেখা মিলল এক নতুন দৃশ্যের। আর তা হলো- অসময়ের তরমুজ। ঝুলছে পুকুরের মাচায়। তরমুজ মৌসুমি ফল। সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাজারে পাওয়া যায়। এখন জুন, জুলাই ও আগস্ট মাসেও সুস্বাদু তরমুজ পাওয়া যাচ্ছে।