এই সময় ডিজিটাল ডেস্ক : ভাগ্যের চাকা কখন কোনদিকে ঘোরে, কেউ বলতে পারে না! এমনই এক অভিজ্ঞতার সাক্ষী হলেন মালদার বিয়েবাড়ির বাজনাওয়ালা শঙ্কু ঋষি। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বাজনা বাজানোর অর্ডার একেবারে বন্ধ। লটারির দোকান খুলেও বৃষ্টির জন্য বিক্রি নেই। অথচ বিক্রি না হওয়া লটারির বান্ডিল থেকেই ১ কোটি টাকা লেগে গেল শঙ্কুর।
সোমবারের এই ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন শঙ্কু সহ তাঁর গোটা পরিবার। পাশাপাশি নিরাপত্তাহীনতাতেও ভুগছেন তাঁরা।মালদার ইংরেজবাজারের বিনয় সরকার রোডের বাসিন্দা শঙ্কু ঋষি। তাঁর পরিবারে রয়েছেন বাবা, মা ও এক ভাই। মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ভাই ছোট থেকেই বিকলাঙ্গ। ফলে ১০ বছর বয়সেই পড়াশোনা ছেড়ে পেশায় বাজনাওয়ালা বাবার সঙ্গে সংসারের হাল ধরেন শঙ্কু। এখন তাঁর বয়স ৩৫ বছর। এতদিন বিয়েবাড়িতে বাজনা বাজিয়ে সংসার চালালেও গত দু-বছর ধরে কার্যত লকডাউনের কারণে বিয়েবাড়ির অর্ডার পাওয়া প্রায় বন্ধ। যতটুকু উপার্জন মজুত ছিল, তাও গত দু'বছরে শেষ হয়ে গিয়েছে।
You have reached your daily news limit
Please log in to continue
১ কোটি টাকার লটারি পেলেন মালদার যুবক, নিরাপত্তাহীনতায় গোটা পরিবার
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন