এয়ারবাবলে নির্মল বায়ু
বায়ুদূষণ রোধে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রচেষ্টা চলছে। ব্যতিক্রম নয় পোল্যান্ডের রাজধানী ওয়ারশের বাসিন্দারাও। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাজধানীর তালিকায় এই শহর বায়ুদূষণে অন্যতম। এই পরিস্থিতিতে ওয়ারশের বাসিন্দাদের নির্মল বাতাসে নিশ্বাস নিতে বিচিত্র এক আয়োজন করা হয়েছে। শহরের কেন্দ্রে বসানো হয়েছে বিশেষ এক খেলার মাঠ। রয়েছে এয়ারবাবল ও বিশুদ্ধ অক্সিজেনের সরবরাহ। সেখানে গিয়ে শিশুরা খেলাধুলা করে। বিশুদ্ধ বাতাসে শ্বাস নেয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিনব উদ্যোগ
- নির্মল বাতাস