![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/03/china-wuhan-030821-01.jpg/ALTERNATES/w640/china-wuhan-030821-01.jpg)
সব বাসিন্দার কোভিড পরীক্ষা করবে উহান
চীনের উহানে স্থানীয়ভাবে সংক্রমিত তিন কোভিড রোগী শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ শহরটির সব বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার শহরটির কর্মকর্তা লি তাও এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।সোমবার উহানে স্থানীয়ভাবে সংক্রমিত তিন কোভিড রোগী শনাক্ত করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।