![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/08/print/photos/Hossain-Zillur-Rahman--samakal-61082e95b0271.jpg)
টিকা: তিন বাধা অতিক্রম করতে হবে
করোনা মোকাবিলার অন্যতম হাতিয়ার হিসেবে টিকা বিশ্বব্যাপী স্বীকৃত। টিকার আওতায় সব জনগোষ্ঠীর ভ্যাকসিন নিশ্চিত করার মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। করোনা মোকাবিলায় যারাই সফলতা দেখাচ্ছে, তাদের প্রায় সবাই এ অভিন্ন পথেই হেঁটেছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতে ক'মাস আগেও মৃত্যু ও শনাক্তে যে রেকর্ড আমরা দেখছিলাম, সেখান থেকে অবস্থার উত্তরণের পেছনেও টিকা সহায়ক ভূমিকা পালন করেছে।