![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/03/mujahideen-taliban-herat-030821-01.jpg/ALTERNATES/w640/mujahideen-taliban-herat-030821-01.jpg)
হেলমান্দে তালেবান-আফগান বাহিনী তীব্র লড়াই
তালেবানের হাতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের প্রধান শহর লস্করগায়ের পতন ঠেকাতে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে আফগান বাহিনী। প্রাণ বাঁচাতে শহরটির কয়েক হাজার বাসিন্দা প্রত্যন্ত এলাকার বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছে। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় বিমান হামলা চললেও ভারি অস্ত্রশস্ত্র নিয়ে প্রাদেশিক এই রাজধানীর দখল নিতে আক্রমণ চালিয়েছে তালেবান।