টিকায় করোনা-রোধ ৮৬%, প্রকাশ রাজ্যের সমীক্ষাতেও
এই সময়: সারা দুনিয়ায় তো বটেই, এ দেশেও টিকার সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে অনেক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। কমবেশি সব ক্ষেত্রেই দেখা গিয়েছে, টিকা নেওয়া লোকজনের করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। পশ্চিমবঙ্গ সরকারের একটি সমীক্ষাতেও দেখা যাচ্ছে, টিকা নেওয়ার পাশাপাশি সঠিক ভাবে মাস্ক পরলে ৮৬ শতাংশ ক্ষেত্রেই কোভিড ঠেকানো সম্ভব। স্বাস্থ্য দফতর সূত্রে বক্তব্য, তাদের সাম্প্রতিক সেন্টিনেল সার্ভের একটি অংশের রিপোর্ট বিশ্লেষণ করেই এই ফল দেখা যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটা প্রত্যাশিতই ছিল। এতে টিকাকরণে আরও উৎসাহী হবেন মানুষ।