![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/08/02/og/203130_bangladesh_pratidin_zzzzz12.jpg)
করোনা: লকডাউন কার্যকরে সিডনিতে সেনা টহল
নতুন করে সারাবিশ্বে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে। এছাড়া দেশটির আরেক শহর ব্রিসবেনেও বৃদ্ধি করা হয়েছে লকডাউনের মেয়াদ।
সোমবার অস্ট্রেলিয়ার কর্মকর্তারা দেশটির তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেন ও আশপাশের কয়েকটি অঞ্চলে জারি করা তিন দিনের লকডাউন আরও ৫ দিন বাড়িয়েছেন।