![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/02/mercer-street-off-oman-coast-020821-01.jpg/ALTERNATES/w640/mercer-street-off-oman-coast-020821-01.jpg)
ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যে ইরানি রাষ্ট্রদূতকে তলব
ওমান উপকূলে একটি তেলের ট্যাংকারে প্রাণঘাতী হামলার ঘটনার জেরে লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে যুক্তরাজ্য।
বিবিসি জানায়, বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র উভয়ই ইরানকে দোষারোপ করেছে এবং এর জবাব দেওয়া অঙ্গীকার করেছে। ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের।
হামলার শিকার হওয়া ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন এমভি মার্সার স্ট্রিট ট্যাংকারটির দুই ক্রু নিহত হয়েছেন। এদের একজন যুক্তরাজ্যের নাগরিক, অন্যজন রোমানিয়ার।
এরপরই ইরানকে সমঝে দিতে রাষ্ট্রদূত মহসেন বাহারবেন্দকে ডেকে পাঠাল যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রাষ্ট্রদূত
- তলব
- তেলের ট্যাঙ্কার