রোহিঙ্গা ক্যাম্পে গুলি চালিয়ে অপহরণ
রোববার রাত সোয়া ৮ টায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের এ ঘটনায় একজন আহত হয়েছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এপিবিএন ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক৷ প্রাথমিকভাবে এপিবিএন ধারণা করছে, আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে৷ অপহৃত ৩৮ বছর বয়সি আবু সৈয়দ ওরফে আব্দুল্লাহ উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আলী আহম্মদের ছেলে৷ আর গুলিবিদ্ধ ৩৭ বছর বয়সি এনামুল হাসান ক্যাম্পের একই ব্লকের তোফায়েল আহমদের ছেলে৷ পুলিশ সুপার নঈমুল হক বলেন, রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সৈয়দকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ জোবায়ের ওরফে কালা জোবায়ের এর নেতৃত্বে ৫০/৬০ জন অজ্ঞাত দুর্বৃত্ত৷ এতে বাধা দিলে রোহিঙ্গা দুর্বৃত্তরা এনামুল হাসানকে গুলি করে৷