দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিবায়োটিক
সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে দেখলাম, হাসপাতালে এক নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে প্রদত্ত কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। এ নিয়ে চিকিৎসকরা চরম হতাশা ব্যক্ত করেছেন। এমন পরিস্থিতির যে উদ্ভব হবে, এ ধরনের পূর্বাভাস আমি আমার লেখায় বহু আগে থেকে দিয়ে আসছিলাম। মুশকিল হলো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের ভয়াবহতার কথা কেউ অনুমান করতে পারছে না। আর পারলেও কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না। করোনা সংকট সমস্যাটিকে আরও জটিল করে তুলেছে। করোনা শুরুর পর থেকে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।