ভিডিও স্টোরি: বৃষ্টির দেখা নেই চুয়াডাঙ্গায়, পাট নিয়ে চরম বিপাকে কৃষকেরা
সময় টিভি
প্রকাশিত: ০২ আগস্ট ২০২১, ১০:৫৩
শ্রাবণ মাসের অর্ধেক পার হয়েছে তারপরও বৃষ্টির দেখা নেই চুয়াডাঙ্গায়। এতে পাট নিয়ে চরম বিপাকে কৃষকেরা। খাল-বিল, নদী-নালা, ডোবা জলাশয়ের কোথাও পাট জাগ দেয়ার মত পানি নেই। কাটার সময় হলেও জমি থেকে পাট কাটছেন না কৃষকেরা। আরও ভিডিওতে।