মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল, জান্তা নেতা এখন ‘প্রধানমন্ত্রী’
মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর অধীন রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিল জানিয়েছে—কাউন্সিল এখন তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হয়েছে এবং কাউন্সিলের নেতা জেনারেল মিন অং হ্লাইং এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছ থেকে গত ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং গতকাল নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।