![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/01/ctg-net-from-halda-010821-01.jpg/ALTERNATES/w640/ctg-net-from-halda-010821-01.jpg)
হালদা থেকে ৪০ হাজার মিটার জাল জব্দ
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে প্রায় ৪০ হাজার মিটার জাল জব্দ করেছে নৌ পুলিশ। রোববার নৌ পুলিশের সদরঘাট থানার সদস্যরা বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কর্ণফুলী নদীর কালুরঘাট অংশ থেকে হালদা-কর্ণফুলির মোহনা ও হালদা নদীর ছায়ার চর এলাকায় অবৈধ মাছ শিকার বন্ধে এই অভিযোগ চালানো হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাছ ধরার অবৈধ জাল আটক