![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/01/anwar-mamun-naogaon-010821-01.jpg/ALTERNATES/w640/anwar-mamun-naogaon-010821-01.jpg)
স্বেচ্ছাশ্রমে রেলগেইট বানিয়ে পাহারায় দুই তরুণ
নওগাঁর আত্রাই উপজেলায় নতুন আঞ্চলিক মহাসড়ক হওয়ায় সেখানে লোক সমাগম বেড়েছে। কাজের যাতায়াতের প্রয়োজন ছাড়াও সড়কটি হয়ে উঠেছে স্থানীয়দের বিনোদন স্পট। শাহাগোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের এ সড়কে তাই প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসে। কিন্তু সেখানে পারাপারে রেলক্রসিং এর গেইট নেই।এতে দুর্ঘটনার সম্ভাবনার কথা ভেবে স্থানীয় দুই তরুণ উদ্যোগ নিয়ে বাঁশ দিয়ে তৈরি করেছেন রেলক্রসিং।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বেচ্ছাসেবী
- রেলক্রসিং