![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/07/31/kashmir-attack-mastermind-killed-310721-01.jpg/ALTERNATES/w640/kashmir-attack-mastermind-killed-310721-01.jpg)
পুলওয়ামা হামলার ‘পরিকল্পনাকারীকে’ হত্যার দাবি ভারতীয় পুলিশের
কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালে ভারতের আধা-সামরিক বাহিনীর ওপর চালানো প্রাণঘাতী হামলার পরিকল্পনাকারী বলে কথিত এক বিচ্ছিন্নতাবাদীকে হত্যার দাবি করেছে দেশটির পুলিশ। জইশ ই মোহাম্মদের কমান্ডার মোহাম্মদ ইসমাইল আলভি আঞ্চলিক প্রধান শহর শ্রীনগরের দক্ষিণে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন বলে শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হত্যাকাণ্ড
- পরিকল্পনাকারী