![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F31%2Fbabul_0.jpg%3Fitok%3D4jcCyGrw)
রাজনীতিকে ‘বিদায়’ বলে দিলেন বাবুল সুপ্রিয়
রাজনীতির আঙিনাকে ‘কার্যত বিদায়’ বলে দিলেন বিজেপির সংসদ সদস্য তথা গায়ক বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্রের এই সংসদ সদস্য কদিন আগেই নিজের ফেসবুক পোস্টে এ ব্যাপারে আভাস দিয়েছিলেন। আজ শনিবার আবার এক পোস্ট করে সেই আভাসকেই সত্যের দিকে ঠেলে দিলেন বাবুল সুপ্রিয়। গায়ক লিখলেন, ‘আমি আমার মতো করেই বলছি, চললাম…।’ সঙ্গে ছিল হেমন্ত মুখার্জির বিখ্যাত সেই গানের কলি, ‘এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম’ গানের লিঙ্ক।