![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F31%2Fbagerhat-bike-thief-arrest-photo.jpg%3Fitok%3DM7ewchN1)
বাগেরহাটে তিন মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার
বাগেরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। পরে তাদের দেওয়া তথ্যমতে ক্রেতাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা পুলিশ অফিসে সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এ তথ্য জানিয়েছেন।