টোকিওতে তুরস্কের প্রথম সোনা

বিডি নিউজ ২৪ টোকিও প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ১৫:০৩

জমজমাট লড়াইয়ে আর্চারির রিকার্ভ পুরুষ এককে ইতালির মাউরো নেসপোলিকে হারালেন মেতে গাজোজ। টোকিও অলিম্পিকসে প্রথম সোনা জয়ের স্বাদ পেল তুরস্ক। ইউমেনোশিমা ফিল্ডে শনিবার ফাইনালে নেসপোলিকে ৬-৪ সেট পয়েন্টে হারান গাজোজ। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেট ড্র করেন তুর্কির এই আর্চার। তৃতীয় সেটে জিতে নেন গাজোজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও