![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-19-20210731133630.jpg)
ছয় কারণ দেখিয়ে আফগানিস্তানের প্রধান নির্বাচকের পদত্যাগ
শুক্রবার দায়িত্ব থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান নির্বাচক ট্রেভর হনস। শনিবার প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন আফগানিস্তানের আসাদুল্লাহ খান। ছয়টি কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন আফগান প্রধান নির্বাচক।