বাংলাদেশে টাকার পাখা গজিয়েছে
কথায় বলে 'কারও পৌষ মাস এবং কারও সর্বনাশ।' পৃথিবীর অধিকাংশ দুর্যোগেই দেখা যায়, লক্ষ-কোটি মানুষের সর্বনাশ হয়; কিন্তু কিছু মানুষ তা থেকে লাভবান হয়। ঢাকার কাগজের খবর, করোনার বছরে বাংলাদেশে কোটিপতি বেড়েছে ১১ হাজার ৬৪৭ জন। খবরটা পড়ে বিস্মিত হইনি। ব্রিটিশ আমলের অবিভক্ত বাংলাদেশে বাংলা পঞ্চাশের দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছিল ৫০ লাখ। তখন কোটিপতি নয় লক্ষপতিই ছিল বড়লোক হওয়ার মাপকাঠি। পঞ্চাশের দুর্ভিক্ষে অনেক লক্ষপতি তৈরি হয়েছিল। তবে বর্তমানের মতো এত হাজারে হাজারে নয়। তখনও দুর্নীতি ছিল; কিন্তু তার জোয়ার এমন বাঁধভাঙা ছিল না।