![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fpolitics%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnap-20210731132912.jpg)
লকডাউনে শিল্পকারখানা খুলে দেয়া হঠকারিতা : ন্যাপ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ১৩:২৯
কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ এবং শ্রমিকরা যখন গ্রামের বাড়িতে অবস্থান করছে ঠিক তখন ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দেয়া সরকারের হঠকারি সিদ্ধান্ত ছাড়া অন্য কিছুই নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।