মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয়তা প্রাপ্যতা ও করণীয়

যুগান্তর ডা. আয়শা আকতার প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ১২:৪৬

কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে চলমান লড়াইয়ে মেডিকেল অক্সিজেন একটি জীবনরক্ষাকারী চিকিৎসা অনুষঙ্গ। করোনা আক্রান্ত অধিকাংশ রোগীর ক্ষেত্রেই মৃদু লক্ষণ-উপসর্গ দেখা গেলেও কিছু কিছু রোগীর ক্ষেত্রে রোগের লক্ষণ মারাত্মক হতে পারে এবং সেসব ক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি, আইসিইউ সেবা ও কৃত্রিম অক্সিজেন সরবরাহের প্রয়োজন পড়ে।


গুরুতর অসুস্থ করোনা রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেলে ফুসফুসে প্রদাহ (নিউমোনিয়া), হাইপক্সিমিয়া (রক্তে অক্সিজেনের স্তর স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া) ইত্যাদি জটিলতা দেখা দেয়। এসব ক্ষেত্রে বাইরে থেকে মেডিকেল অক্সিজেন সরবরাহের মাধ্যমে শরীরে অক্সিজেনের সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করা হয়। আমরা জানি, শরীরের প্রতিটি কোষের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য অক্সিজেন একটি অত্যাবশ্যকীয় উপাদান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও