ইসরায়েলের অভিযোগ, তাদের ট্যাংকারে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইরান
আরব সাগরে বৃহস্পতিবারের তেল ট্যাংকারে হামলার পেছনে ইরান জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। ওই হামলায় জাহাজের দুইজন ক্রু নিহত হয়েছে- তাদের একজন ব্রিটিশ, আরেকজন রোমানিয়ার নাগরিক।
এমভি মার্সার স্ট্রিট নামের ওই জাহাজটি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান যোডিয়াক ম্যারিটাইম পরিচালনা করে। বৃহস্পতিবার যখন ওই জাহাজে হামলার ঘটনা ঘটে, তখন সেটি ওমান উপকূলের কাছাকাছি, আরব সাগরে ছিল।
এই কোম্পানির মালিক ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফের। তিনি বলেছেন, আসলে কি ঘটেছে, সেটি জানার কাজ চরছে।
তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ শুক্রবার অভিযোগ করেছেন, এটি ছিল 'ইরানি সন্ত্রাস'।
''ইরান শুধুমাত্র ইসরায়েলের সমস্যা নয়। বিশ্ব অবশ্যই নীরব থাকতে পারে না,'' বক্তব্যে তিনি আরও বলেছেন।
যাচ্ছে, এই ঘটনায় ড্রোন ব্যবহার করা হয়েছে।