You have reached your daily news limit

Please log in to continue


এক অশুভ শক্তি কিশোর গ্যাং

নগর জনপদে এক মহা আতঙ্কের নাম কিশোর গ্যাং। খুনখারাবি, ছিনতাই, ধর্ষণ, নেশায় মত্ত থাকা, চুলে উদ্ভট কাটিং, কানে-গলায় অলংকারে শোভিত, শার্টের বোতাম খোলা রেখে হোন্ডার মহড়া দেওয়া, শহরের অলিগলিতে মাস্তানি করা, শহরের শান্ত পরিবেশকে অশান্ত করা এদের বৈশিষ্ট্য। এরা বয়সে কিশোর।

কিশোর বয়স ধরা হয় ১০ থেকে ১৭ বছর বয়সকে। এই বয়সে বখে যাওয়া সন্তানগুলো বিভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে অপরাধ জগতে নাম লেখায়। পরিবার ও সমাজের দায়িত্বে অবহেলার কারণে তাদের বিস্তার ঘটে। বিশেষজ্ঞদের মতে, সমাজে নানা অসংগতি রয়েছে। নিজেদের সভ্যতা, কৃষ্টি, কালচার থেকে দিনদিন সরে যাচ্ছে কিশোরেরা। এই বয়সে তাদের আচার-আচরণে পরিবর্তন লক্ষ করা যায়। নিজেকে স্মার্ট ভাবতে শেখে। মনের মাঝে প্রেমিক প্রেমিক ভাবনার সৃষ্টি হয়। অযথা ব্যয় করার মানসিকতা সৃষ্টি হয়। রাজনৈতিক ব্যক্তিরা স্বার্থসিদ্ধির জন্য হাত বাড়ান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন