প্রতিমন্ত্রী শামসুল আলমের শপথ এবং জনপ্রত্যাশা
১৮ জুলাই(২০২১) শেখ হাসিনা সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ওই দিন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ সম্পন্ন হয়। আর যিনি দায়িত্ব পেয়েছেন তিনি নিষ্ঠাবান, দায়িত্ব সচেতন ও আদর্শের প্রতীক।উপরন্তু শেখ হাসিনা সরকারের পরীক্ষিত সৈনিক। প্রকৃতপক্ষে একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক, কলামিস্ট, কৃষি অর্থনীতিবিদ এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সাবেক সদস্য ও সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলম নিজের যোগ্যতায় অনন্য দিশারি হয়ে উঠেছেন।পরিণত হয়েছেন যুবসমাজের আইকনে।