আফগানিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ১৫০ জনের মৃত্যু
ভারী বর্ষণ থেকে সৃষ্ট প্রবল বন্যায় আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তালেবান। বন্যায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কামদেশ এলাকায় অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বন্যায় আফগানিস্তানের উত্তর-পূর্বের নুরিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫০ জনের মৃত্যু বিধ্বংসী বন্যায় আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রদেশটি নিয়ন্ত্রণ করা তালেবান। সংগঠনের মুখপাত্র জুবিনউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, প্রায় ১০০ বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্যা
- ভারী বর্ষণ
- অতি ভারী বর্ষণ