বিশ্বে মৃত্যু ৪১ লাখ ৯৬ হাজার, শনাক্ত ১৯ কোটি ৬৫ লাখের বেশি
ডেইলি স্টার
প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ০৯:১০
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৬৫ লাখ।
আজ শুক্রবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৯ কোটি ৬৫ লাখ ২১ হাজার ৬৩১ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪১ লাখ ৯৬ হাজার ৪৪২ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪৭ লাখ ৪৫ হাজার ৩৫ জন এবং মারা গেছেন ছয় লাখ ১২ হাজার ১০৫ জন।