কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শয্যার আশায় রোগী ও স্বজনের ছোটাছুটি

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ০৯:২৩

তিন দিন ধরে রাজধানীর নন্দীপাড়ার বাসিন্দা পেয়ারা বেগমের জ্বর, শ্বাসকষ্ট। সিলিন্ডারের অক্সিজেন ছাড়া শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ষাটোর্ধ্ব এই নারীর। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে বের হন স্বজনেরা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসে নেওয়া হয়। কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা খালি না থাকায় দুই জায়গার কোথাও তাঁকে ভর্তি করানো যায়নি।


সেখান থেকে পেয়ারাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বেলা আড়াইটায় পৌঁছায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পেয়ারার ছেলে অলি হোসেন হাসপাতালের ভেতরে গিয়ে ভর্তির বিষয়ে খোঁজ নেন। কিন্তু আইসিইউ শয্যা ফাঁকা না থাকায় তাঁকে ভর্তি করা যায়নি। এরপর তাঁকে নিয়ে পরিবারের সদস্যরা ছোটেন মহাখালীতে ডিএনসিসি করোনা হাসপাতালের উদ্দেশে। শেষ পর্যন্ত সেখানে ভর্তি করানো সম্ভব হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও