![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2016/02/05/55_muslin-festival_nayan-kumar_050216_0015.jpg1/ALTERNATES/w640/55_Muslin+Festival_Nayan+Kumar_050216_0015.jpg)
রূপগঞ্জে হবে ‘ঢাকাই মসলিন হাউজ’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ২২:৩২
ঢাকার হারানো ঐতিহ্য মসলিনের দিন ফেরাতে ‘ঢাকাই মসলিন হাউজ’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পাওয়া মসলিনের বাণিজ্যিক উৎপাদনের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুটো ফাইবার গ্লাস ইন্ড্রাস্ট্রিজের জমিতে এই ‘ঢাকাই মসলিন হাউজ’ গড়ে তোলার পরিকল্পনা হয়েছে।