![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F29%2Fmongla-rampal-29-07-21-1.jpg%3Fitok%3DYDl98TJ4)
রামপালে টানা বৃষ্টিতে চিংড়িঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
তিনদিনের টানা বৃষ্টিপাত ও ঝড়ে বাগেরহাটের রামপাল উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, পুকুর ও চিংড়ি ঘেরের ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে ১৪ হাজার মানুষ। উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা তিনদিনের বৃষ্টিপাত ও ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেকটিতে কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘরবাড়ির দিক দিয়ে বেশি ক্ষতি হয়েছে উজলকুড় ইউনিয়নে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভারী বৃষ্টি
- চিংড়ি ঘের