![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F29%2Fdenali-national-park-alaska-joris-beugels-l8bzawmqk1m-unsplash-1600x901.jpg%3Fitok%3DgHlbUesu)
আলাস্কায় ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে বুধবার রাতে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক ২। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। শক্তিশালী এই ভূমিকম্পের পর আলাস্কা উপদ্বীপসহ এর আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। জানা গেছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টার পর এই ভূমিকম্পটি আঘাত হানে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- সুনামি সতর্কতা