![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsupreme-court-20210729132031.jpg)
করোনায় আক্রান্ত নিম্ন আদালতের ৫৯ বিচারক ও ১৪৩ কর্মচারী
বর্তমানে করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হিসেবে দেশজুড়ে অধস্তন (বিচারিক) আদালতের ৫৯ জন বিচারক এবং ১৪৩ জন কর্মচারী হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
মহামারি শুরুর পর থেকে গতকাল পর্যন্ত নিম্ন আদালতের ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬৪ জন। কর্মচারীদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯ জন।