করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৩% সুরক্ষা দেয় কোভিশিল্ড, টিকা মৃত্যু রুখেছে ৯৮ শতাংশ
করোনা সংক্রমণ রোধ করতে টিকাকরণে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কোভিড টিকা আদপে কতটা কার্যকরী, উঠছে প্রশ্ন। সম্প্রতি কোভিশিল্ড টিকার কার্যকরিতা নিয়ে সমীক্ষা চালিয়েছিল আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিস (AFMS)। মঙ্গলবার এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রক। এই রিপোর্ট অনুযায়ী, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৩ শতাংশ কার্যকরী এবং টিকা নেওয়ার পর কোভিড মৃত্যুর সম্ভাবনা ৯৮ শতাংশ কমে যায়।