কিশোয়ারের নাকফুলের ঝিলিক
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৭:০৭
বাঙালি ঐতিহ্যবাহী সাজসজ্জার মধ্যে যা কিছু জনপ্রিয়তা হারিয়েছে, তার অন্যতম হলো নাকফুল। নানা কারণে বাঙালি নারীরা নাক ফুটিয়ে সেখানে নানা রকম গয়না পরার প্রতি আগ্রহ হারাচ্ছে। এমন পরিস্থিতিতে পথ হারানো রাতে শুকতারার মতোই স্বমহিমায় ঝিকমিক করে ওঠা কিশোয়ার চৌধুরীর নাকফুলের ঝিলিক যেন হাজারো বাঙালি নারীকে নাকফুল নিয়ে স্মৃতিকাতর করে তুলল।
- ট্যাগ:
- লাইফ
- বাঙালি নারী
- নাকফুল
- কিশোয়ার চৌধুরী