হাতকড়াসহ পালিয়েও হলো না শেষ রক্ষা
নেত্রকোনার আটপাড়ায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না হাবিবুর রহমান (৪৭) নামের নারী নির্যাতন মামলার এক আসামির।
বুধবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামেস্বরপুর গ্রামের একটি জঙ্গল থেকে তাকে ফের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তার প্রথম স্ত্রী নাজমা আক্তারের দায়ের করা একটি মালার তিন মাসের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে আটপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ সময় তিনি অসুস্থ অনুভব করলে পুলিশ তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে