![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcrb-20210728202132.jpg)
সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে বিশিষ্টজনদের বিবৃতি
চট্টগ্রাম মহানগরীর ফুসফুস বলে জনশ্রুত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) ধ্বংসের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনসহ বিশিষ্টজনদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। প্রায় পৌনে দুইশ বছরের এই নান্দনিক স্থাপনা ও সবুজ বৃক্ষরাজিসহ প্রাণ-বৈচিত্র্য ধ্বংস করে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন, বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার বিরুদ্ধে বিশিষ্টজনরা বিবৃতি দিয়েছেন।