কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গতবার প্রণোদনার ঋণ না পাওয়াদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ

জাগো নিউজ ২৪ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ২০:২৪

করোনা প্রাদুর্ভাবের কারণে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় শিল্প ও সেবাখাতে কম সুদে প্রণোদনার ঋণ গত বছর যারা পায়নি, এবার তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।


চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক শিল্প ও সেবাখাতের জন্য ৩৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এ ঋণের সুদহার হবে ৯ শতাংশ। এর মধ্যে গ্রাহক দেবেন সাড়ে ৪ শতাংশ বাকি সাড়ে ৪ শতাংশ সরকার ভর্তুকি দেবে।


কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, শিল্প ও সার্ভিস সেক্টরের যেসব প্রতিষ্ঠান (সিএমএসএমই ব্যতীত) করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেসব প্রতিষ্ঠান এ প্যাকেজের আওতায় সুবিধা প্রাপ্য হচ্ছে। সার্কুলারের অনুচ্ছেদ-৭ (ঘ) এ আলোচ্য প্যাকেজের আওতায় সীমাতিরিক্ত চাহিদার বিপরীতে ঋণ বা বিনিয়োগ প্রদানের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে হবে মর্মে উল্লেখ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও