![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F5c9dc187-b916-4547-bb0d-6a0a21540ae6%252FMunshigonj_DH0710_20210728_IMG_20210728_WA0019.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
কঠোর বিধিনিষেধেও কানায় কানায় পূর্ণ ফেরি
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুর বাংলাবাজার নৌপথের ফেরিগুলোতে যানবাহনের চাপ বাড়ছে। আজ বুধবার সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ায় আসা বেশির ভাগ ফেরি যাত্রী ও যানবাহনে কানায় কানায় পূর্ণ ছিল। বিকেল চারটার দিকে শিমুলিয়া ঘাট স্বাভাবিক থাকলেও মাঝিকান্দি ঘাটে সাড়ে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। পদ্মা পাড়ি দিতে গিয়ে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।