ভূমি ধসে মৃত্যু: কারণ পাহাড় কাটা ও বন উজাড়?
দুই দিনে পাহাড় ও ভূমি ধসে কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ দুই এলাকায় ১২ জন নিহত হয়েছেন৷ তাদের মধ্যে এক পরিবারেরই পাঁচজন৷ বিশেষজ্ঞদের মতে, এমন ধসের প্রধান কারণ পাহাড় কাটা ও বন উজাড় করা৷
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভূমি ধসের ঘটনায় মঙ্গলবার মারা গেছেন ৬ জন৷ আর টেকনাফের হ্নিলা এলাকায় বুধবার মারা গেছেন ৬ জন৷ তাদের মধ্যে একই পরিবারে পাঁচজন রয়েছেন৷ আরো ধসের আশঙ্কায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাইকিং করা হচ্ছে৷ জেলা প্রশাসন এসব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলছে৷ সরিয়ে নেয়ার উদ্যোগও নেয়া হচ্ছে বলে জেলা প্রশাসন জানিয়েছে৷