স্বদেশ ভাবনা: আয় হ্রাসকালে মূল্যস্ফীতির থাবা

যুগান্তর মো. আবদুল লতিফ মন্ডল প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ১৬:২১

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্প্রতি জুন মাসের মূল্যস্ফীতি প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশে, যা বিগত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।


আর মের (৫ দশমিক ২৬) তুলনায় জুনে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৩৮ শতাংশ। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যপণ্য ও খাদ্যবহির্ভূত পণ্য উভয় খাতই মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। মূল্যস্ফীতি এমন একসময় ঘটল, যখন করোনা মহামারির প্রাদুর্ভাবে দেশে কর্মসংস্থানে মূল ভূমিকা পালনকারী বেসরকারি খাতে চাকরিচ্যুতি, বেতন/মজুরি হ্রাস ও অন্য কারণে মানুষের, বিশেষ করে গরিব, নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে, বেকারত্বের হার বেড়েছে এবং দারিদ্র্যহারে ঊর্ধ্বগতি সুস্পষ্ট রূপ নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও