ধসের শঙ্কায় পাহাড় থেকে সরানো হলো ৯০ পরিবার

ঢাকা পোষ্ট চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ১৫:০৪

চট্টগ্রামে গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় নগরীর বিভিন্ন স্থানে বসবাসরত ৯২টি পরিবারের প্রায় ৩১০ জনকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে জেলা প্রশাসন।


বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম নগরীর পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়নে এসিল্যান্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ৯২টি পরিবারের প্রায় ৩১০ জনকে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরিয়ে আনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও