বরিশাল বিভাগে একদিনে শনাক্ত ৮৫৪, ঝরল ১৩ জনের প্রাণ
বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৩৬ শতাংশ। বুধবার (২৮ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত দুইজন এবং বাকি আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২৫১ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগী ১২৩ জন।