সমৃদ্ধ বাংলাদেশের জন্য উন্নয়নমুখী কেন্দ্রীয় ব্যাংক
বৃহত্তর অর্থে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপকভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তি একটি প্রধানতম শর্ত হিসেবে আজ সর্বত্রই স্বীকৃত। সে মতে আর্থিক সেবা দানকারীদের পরিচালিত করার দায়িত্ব বর্তায় প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর। আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর জনবান্ধব সক্রিয়তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ মুদ্রানীতি তৈরি করার সময় কেবল মুদ্রাস্ফীতি, সুদের হার, বিনিময় হার, ব্যালেন্স অফ পেমেন্ট ইত্যাদি নিয়ে ভাবনার দিন শেষ।
নতুন শতাব্দির চ্যালেঞ্জগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং আয় বৈষম্য ব্যবস্থাপনা অন্যতম প্রধান। জলবায়ুবান্ধব উন্নয়ন উৎসাহিত করতে সবুজ অর্থায়ন দরকার। কাজেই এখানে আর্থিক খাতের সক্রিয়তা অপরিহার্য। একইভাবে সামাজিক পিরামিডের পাটাতনে থাকা মানুষের কাছে অর্থনৈতিক অগ্রগতির সুফল পৌঁছে দিতে দরকার ব্যাপকভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তি। এখানেও তাই আর্থিক খাতের তথা কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা প্রধানতম।